aaftab banner
Blog :
Scroll to Bottom
তোমাকে হে
Posted on Mar 06, 2011

যদি তুমি সমুদ্রের প্রথম লেহেরটার পরও দৃষ্টি দিয়ে দেখতে

তবে তুমি দেখতে পেতে আমি কি নিয়ে ভাবছিলাম ।।

যদি তুমি আমার মন সাগরের কিনারেও একবার আসতে

তবু তুমি বুঝতে পারতে আমি কি ভাবে বেচে আছি ।।

অহংকারের পর্থাটা সরিয়ে জানালার বাহিরে যদি দেখতে

তবে জানতে কার অপেহ্মায় ছিলাম একা কি হয়ে ।।

থাকত যদি তোমার ভরসা তুমিও চলতে সাথে পথ কিছুটা

বাটতে চোখের নুনতা পানি হয়ত কিছুটা ।।

যদি তুমি সমুদ্রের প্রথম লেহেরটার পরও দৃষ্টি দিয়ে দেখতে

তবে তুমি জানতে কি নিয়ে ভাবছি এতটা ।।

{{ছোট ছোট অনেক বিচিত্র খুশি,দু:খ ছরিয়ে ছিটিয়ে আছে জীবন নামের এ বিস্তিন্ন মাঠে ঐ কোন এক সকালে খালি পায়ে হাঁট ছিলাম,হাঁটতে হাঁটতে এতটা পথ চলে এসেছি ভুলেই গেছি জুতা কোথায় রেখেছিলাম

পায়ের পাতাটা অনেক নাজুক ছিল যখন প্রথম হাঁট ছিলাম বিচিত্র খুশি আর দু:খের মিলন মেলাতে কেমন যেন হয়ে গেছে সে মনে হচ্ছে এখন আর জুতার দরকারই নেই }}



Top | Latest blog




Would you like to comment?
Sign up for a free account, or Sign in (if you're already a member).

Scroll to Top


Copyright ? 2020 valuka.com & aaftab.net All Rights Reserved