aaftab banner
Blog :
Scroll to Bottom
সময়ের কাছেই রয়েছে সকল প্রশ্নের জবাব !
Posted on Apr 30, 2011


কিছু বলতে চেয়েছিলাম অনেক সময়ধরে কিন্তু বলাহলনা কিছুই তারপরও এ ভাবেই আছি, হয়ত বা কিছু বলব কিন্তু কি বলব আমারত কিছু বলার ঐ দিনও ছিলনা আর আজও নেই ।তোমাকে প্রথম যে চিঠিটা আমি দিয়ে ছিলাম তোমার বইযের মধ্যে তুই তার কি করলে আজও বললেনা, পড়েছিলে কি তুমি সেই চিঠিটা নাকি এমনি ফেলে দিয়েছিলে নাকি সেই চিঠিটা তোমার চোখেই পড়েনি ?চিঠিটার প্রতিটি শব্দে ছিল একটি প্রশ্ন বোদক চিন্হ যার কোন উত্তর আজও তোমার কাছথেকে আসেনি,যদি একটিরও উত্তর আসত তাহলে আজ তোমার এ করুন কথা আমাকে শুনতে হত?তোমার চোখ নোন্তা হবার আগেই না সাগরের বস লবনাক্ততা আমি দূর করে দিতাম,তোমার চোখের এক ভুন পানি থামাতে আমি না লড়ে যেতাম বিধাতার সাথে ।কিন্তু বিধীবাম তোমার চোখেতে ছিল তোমার সুন্দর্যের গরিমা অবহেলিত করে গেলে আমার সকল প্রশ্নের উত্তরকে ।

       দুপরের ভেবসা গরমে শরীল যখন ছিল একেবারে ক্লান্ত রোমের এ,সি টা চালোকরে একটু ঠান্ডা হবার ব্যাকার চেষ্টা করছিলাম চেয়ারে হেলান দিয়ে আর ভাব ছিলাম কিছু অতীত সুখময় স্বপ্নের কথা ।এত সময় পর অতীত নিয়ে ভাবছি কি জন্য?সকাল সকাল একটা অজানা ফোন নাম্বারে একটা চেনা জানা আওয়াজ আর সে আওয়াজের কাকুতি আজ আমার অন্তের যে শক্ত প্রাচীর যাকে আমি মনে করতাম তাকে একে বারে ভঙ্গুর করে ফেলেচে যেন কোন কাচের দেয়াল ছিল যা কে এত কাল আমি পাথরের মনে করে ছিলাম ।কিছু বলার পূর্বে যে শব্দটি আমার কানে আসল আর বাচতে ইচ্ছে করেনাকিছু বলার জন্য নিজেকে তৈরি করছিলাম আসলে কি বলব আমি অমনি আবার অপর প্রান্ত থেকে প্রশ্নের মত কি করব এখন আমি?আবারও কথার কিছুত উত্তর দাও একটি প্রশ্নের উত্তরের জন্য ১০ সেকেন্ড অপেহ্মা করতে পারছনা উধাসি হয়ে যাচ্ছ?এবার আমার দিকে একটু দেখ ১৭বছর হয়ে যাবে আমার কিছু প্রশ্নের উত্তরের প্রতিহ্মায় তাহলে আমার কি অবস্থা।

         আসলেই আমরা কি সুখি?সুখ নামের এই শব্দটি কি দিয়ে তৈরি কার কাছে এই সুখের সঠিক উত্তর.......................................?




 

To realize the value of ten years Ask a newly Divorced couple
To realize the value of four years.... Ask a graduate of the University of newly
... To realize the value of the year.... Ask a student who failed the final test
To realize the value of the month.... Ask a mother who has Moldova ahead of schedule
To realize the value of the week.... Ask an editor of a weekly newspaper
To realize the value of the time.... Ask the lovers who are waiting to meet
To realize the value of one minute.... Ask a person who has missed the train... The bus... Or plane
To realize the value and the second in order to realize the value of a second.... Ask the person who won a silver medal in the Olympics, most probably, be the difference between gold and silver a few parts of a second
To realize the value of a friend.... Lose one
To realize the value of the sister.... Ask someone who does not have sisters Time waits for no one, every moment is owned by the wealth and would use them more if participated by the ordinary person
to realize the value of life.... Ask for a sense of dying
In order to realize the value of God..... And see what was missing from your life and you are unaware of Better



Top | Latest blog


Commented on
Sep 26 2011 5:03PM    




Would you like to comment?
Sign up for a free account, or Sign in (if you're already a member).

Scroll to Top


Copyright ? 2020 valuka.com & aaftab.net All Rights Reserved