aaftab banner
Blog :
Scroll to Bottom
হয়ত তোমাকে বলার ছিল -(হাজী সানি)
Posted on Nov 12, 2012

হয়ত তোমাকে বলার ছিল -(হাজী সানি)
কত গুলো বসন্ত এল আর বিদায় নিল এখন আর তা হিসাব করি না আর মনেও করতে চাই না সব কিছুতেই পোরাতন পোরাতন একটা গন্ধ লেগে গেছে তারপরও এখনও প্রবাসী জীবনটাকে ঠিক ঠাক মত  বুঝতে পারছিনা আজও কিন্তু এত পোরাতন গন্ধের মাঝেও তোমার গন্ধটা অনেক বেশি মনে পড়ে......
যখন তোমাকে মনে পড়ে  প্রচন্ড একটা কষ্ট অনুভব হয় বুকের পাজরে............ আমি জানি তোমার সুখের কাছে আমার এ কষ্ট কিছু না ,আমি জানি আমার এই লেখা তুমি পড়বেনা.........তবুও তোমাকেই আমি লিখছি জানি জবাব দেবেনা.....তবুও তোমাকেই লিখছি কেন লিখছি জানিনা.........হয়ত কিছু বালার ছিল তোমাকে...............................................কিন্তু কি?

তোমার জন্যে এখন আর কষ্ট হয় না পাজরে.....বুকের ভেতর আর কোন দীর্ঘশ্বাস জন্ম নেয় না... নিজেকে নিঃসঙ্গ মনে হয় না একবারও আমি এখন অনেক শক্ত কঠিন কোন পদার্থের মত যার মধ্যে নেই কোন অনুভুতী আমি আসলেই এখন অতীতকে পিছনে রেখে চলে এসেছি অনেকটা পথ.......তবে মাঝরাতে কেন জানি বুক ফেটে কান্না আসে.... ....শুধু মাঝে মাঝে তোমাকে আমার মনে পড়ে............।

হয়ত কিছু বলার ছিল যা বলা হয়নি শত কথার মাঝে হয়ত তাই গিয়ে ছিলাম, হয়ত তোমার ও কিছু বলার ছিল,কিন্তু কি বলার ছিল?
* বিদায় ?
** অপেক্ষা করু ?
*** ভালো থেকো ?
কিছুত বলার ছিল কিন্তু কি ? আজও ................................ হয়ত ?
কেমন আছ তুমি আজ..................................................ভালো থেকো ।

হয়ত তোমাকে বলার ছিল - আমি যত গান শুনি, সব গানের সব সুরে, তোমাকে বলার ছিলো ভা…………………………..।
হয়ত তোমাকে বলার ছিল - শিউলি ঝরা সকালে, উদাসী কোন বিকেলে, একা একা কানে কানে, তোমাকে বলার ছিলো ভা…....................।
হয়ত তোমাকে বলার ছিল - অনেক বলেছি তবু, বলার যা ছিল বলিনি তা, কি করে যে বলি বুঝতে পারিনি , অথচ বলার ছিলো ভা…............।
হয়ত তোমাকে বলার ছিল - না হয় বলতে পারিনাই আমি, তুমিও বললেনা কিছু, তোমার কি কিছু ছিলনা বলার....................?
হয়ত তোমাকে বলার ছিল - কিছু ছিল বলার ........ তোমায় থেক কিছুটা সময় অপেক্ষায় ..................................বলা হলোনা কিছুই,
হয়ত তোমাকে বলার ছিল - তোমাকে ভা…..........................................!!!!
হয়ত তোমাকে বলার ছিল - কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত-সে কথা প্রভুই জানেন।
হয়ত তোমাকে বলার ছিল - তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি সে কথা আমার প্রভুই জানেন।
হয়ত তোমাকে বলার ছিল - তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ‘এই ওঠো, আমি, আ…মি…।‘আর অমি এ-কী শুনলাম
এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে-কথা আমার প্রভুই জানেন।
হয়ত তোমাকে বলার ছিল - আমার চুল পেকেছে তোমার জন্য,আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,আমার প্রভুই জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।



Top | Latest blog




Would you like to comment?
Sign up for a free account, or Sign in (if you're already a member).

Scroll to Top


Copyright ? 2020 valuka.com & aaftab.net All Rights Reserved