aaftab banner
Blog :
Scroll to Bottom
তোমার জন্য
Posted on Oct 29, 2010

কাগজ আর কলম সামনে থাকলেই যে লেখা যায় না তা বুঝতে আর মোটেও কষ্ট হচ্ছে না ।এক ঘন্টা ধরে কাগজ কলম নিয়ে বসে আছি কি লিখব বুঝতে পারছিনা ।আমি বসে আছিত বসেই আছি সময় বইয়ে যাচ্ছে দরজার বাইরের কোলাহল ধীরে ধীরে কম হতে চলছে , আমার মত ক্রমশ একা হয়ে যাচ্ছে রাত । আর আমার মনে দানা বেধে উঠছে এক তৃভ্র অভিমান ,এটা হয়ত কোন অভিলাশার প্রতি আমার শেষ বারের মত লিখা কোন ...................................................।
সাদা কেনবাচে কালো কোন রং দিয়ে বানানো কোন এক .........................................প্রতিমা ।
      অনেক কাল আগে দেখা আবছা মুখের ছবি ছাড়া বাকী সব স্মৃতিই আজ যেন মলিন হয়ে গেছে ।
আর তুমি হয়ত আমার লিখা গুলো পাগলের প্রলাভ মনে করে কখনও পড়ে আবার বা কখনও না পড়েই ওয়েষ্ট পেপার বস্কে ফেলে দিয়েছ । অতএব শেষ ফলাফল হয়ত অনেকের মত তোমার কাছেও স্মৃতি হীন আমি ।ভুলে যাওয়া বেশ স্বাস্থ‌্যকর অভ্যাস তাই না ? অথচ স্বাস্থ্যকর এই মহান বিদ্যাটিও শিখা হলনা ।ভুলে যাবার বদলে ভুলই করে গেলাম একের পর এক ।সঙ্গী হবেনা জেনেও ভুল করে এক জনের সহ যাত্রী হয়ে ছিলাম,ভুল করে বসে পরেছিলাম তোমার পাশের শূন্য চেয়ারটিতে,ভুল করে পরে থাকা তোমার চুড়ি গুলো তুলে নিয়ে সাবধানে বারিয়ে দিয়েছিলাম তোমার দিকে, ভুল করে কান্না লুকাতে নিজেকে সমর্পণ করেছিলাম বৃষ্টির হাতে, ভুল করে আসির বদলে যাই বলাই কারও কাছেই যাওয়া হলনা আজও । জেনে রেখ ভুলের জন্য কোন দু:হ্মবোধ নেই মোর । এক একটি ভুলকে এক এক রং য়ে রাঙ্গিয়েছি আমি, আর তা দিয়ে গেঁথেছি আমার জীবন মালা ।এত টুকু ভেবেই সুখি হতে চাই হয়ত হতে পারে আমার নতুন কোন ভুল তাতেও দু:হ্মনেই ।
                 তোমার পাঁজরের হাড়গুলো
         ভালবাসার বোতাম দিয়ে এঁটে দিয়েছি ।
         তুমি ছুঁয়ে দেখো বদলে যাবে ।
                 জানি এ তুমি চাওনি ।।
              এর নাম যদি হয় দুষ্টামী
                   তবে আমি দুষ্ট ।
                                       তোমার ভেতরের ইচ্ছে গুলো
                                       প্রজাপতির পাখার রঙ্গে গেঁথে দিয়েছি,
                                       তুমি ছুঁয়ে দেখ কথা বলবে রং ।
                                       জানি এ তোমার ইচ্ছে ছিলনা
                                       ইচ্ছের বুকে প্রজাপতি
                                       ঘাসের বুকে নগ্ন পা আমার
                                       তোমার বুনোট মনের জানালা খুলে দিয়েছি ।
                                       এর নমে যদিহয় পাগলামী 
                                                          তবে আমি পাগল ।।
তোমার আগামীর স্বপ্ন গুলো প্রজন্মের পিপাসার ঠোঁটে উচ্চারিত হবে ।
তুমি ছুঁয়ে দেখো রক্তের দাহ দেবে জল, জানি এ তোমার চাওয়া ছিলনা 
আমার উত্তাপিত আলিঙ্গন ভুলে যেতে পারনা তুমি জন্ম নিবে ভালোবাসার শিশু ।
এ তোমার চাওয়া ছিল কি না  আজ জানা নেই আমার
এর নাম যদি হয় প্রেম
               তবে আমি না হয় হলাম প্রেমিক ।।
তোমার প্রতিছবি আজও মনের এক কোনে বসে হৃদয় নামের নরম মাংস পিন্ডটাকে কুকরে কুকরে খাচ্ছে ।কি যে যন্ত্রনা আর বিশাদে কাটে এক একটি প্রহর তা শুধু আমিই অনুভব করছি ।


Top | Latest blog




Would you like to comment?
Sign up for a free account, or Sign in (if you're already a member).

Scroll to Top


Copyright ? 2020 valuka.com & aaftab.net All Rights Reserved