aaftab banner
Blog :
Scroll to Bottom
পুরাতন ডাইরির এক ছেরা পাতা
Posted on Dec 07, 2010

সূর্যটা যেন তোলনা মূলক অনেক বড় হযে যাচ্ছিল আর দেখতে
 দেখতে যেন ঢলে পরছিল মায়ের কুলে । চার পাশে যেন মনে
হচ্ছে রংয়ের খেলা না অন্ধকার না আলো কি যে এক অপুরুপ
 সময় এর আগে কোন সময় এমন দৃষ্টি দুনয়নে এসেছিল বলে
 মনে পরছেনা ঠিক । 
             
                   বালকনিটার উপর বসেছিলাম হঠাত
কোথা থেকে যেন এক ছোট বাজ পাখির বাচ্চা উড়ে এসে
বসল জানালার গ্রিলের উপর, আর ওটাকে দেখেই হাও মাও
করে উঠল এস এর ছোট ছেলেটা ।ভাবছেন এই এস আবার
কে আর কি বা করছে আমার কাহিনীতে তাই না? এস নামটা
 আমার দেয়া এই কাহিনীর নাম
[আসল নামটা আমরা নাই জানলাম]
           
              এ শুধু আমার কাহিনীতে না আমার জীবরনর
সর্বাঙ্গে অনেকটা জরিত পাজরের তম । এস নামটা জীবনের
সবচে সুন্দর তম কিছু মুহুর্তের নাম যা কোন দিন জীবন
ধশাতে শেষ হবার নয়। সাত বছর তিন মাস বার দিন পর
 দেখা এসের সাথে হঠাত করেই ।
[আমার জানা ছিলনা এখানেই থাকে আজ এস]
তার আমন্ত্রেই আসা তার বাড়িতে হয়ত তাই আজকের বিকালটা
এত বেশি অন্য রকম লাগছিল । এস এর স্বামী সিঙ্গাপুরে থাকে
 তাই গ্রামের বাড়ী হলেও সমস্ত বাড়ীর ডিজাইন টা যে কোন
উন্নত শহরের বাষা বাড়ীরই মত,দেখলেই বুঝা যায় এ বাড়ীর
 কেউ না কেউ প্রাচ্চের কোন দেশে আছে । এসের বিয়ের পর
 এটাই প্রথম দেখা তার সাথে, দেখতে তেমন কোন পরিবর্তন
নেই তবে যেন একটু বেশি সুন্দর লাগছে আর একটু যেন
মোটাও হয়েগেছে ! আজও সে চুলে তেল দেইনি তার এঘন
খুলা চুল বরা বরই আমার কাছে অনেক অনেক বেশি পছন্দের,
দেখতেই জেন হাত বোলাতে মনচাই আজও অনেক মনচাই ছিল কিন্তু কি....................................................আর করার ।

                   এস আজ দুই শন্তানের জননী বড় মেয়ে ছোট
ছেলে মেয়ে ছয় বছরের হবে নাম তন্না ক্লাস টু তে পড়ছে আর
তিম ছেলে দুই বছরের । এস কে দেখে মনেও হচ্ছেনা সে আমাকে
 এত বছরের মধ্যে একবারের জন্যেও মনে করেছে ।।
 
                 অনেক অনেক খুশিতে সংসার জীবন জাপন
করছে,তার সংসারে ছেলে মেয়ে ধন সম্পদ সব কিছুতে সে আজ
মহা সুখে আছে । অতী সুখে মানব নাকি তার প্রভুকেই ভুলে যায়,
আর আমিত ঐ প্রভুর সৃষ্টি এক সামান্ন জীব মাত্র আমাকে ভুলা
এসের জন্য তেমন কোন কষ্টকর ছিলনা..............................।।

              
               “তুমি স্বপ্ন হয়ে ছিল
                    আমার দু নয়নে
                      তুমি প্রেম হয়ে ছিলে
                         আমার হৃদয় মন্দিরে
                           আমি হযে ছিলাম তোমার 
                               তুমি আজ হয়ে গেলে.....”





Top | Latest blog


Commented on
Dec 7 2010 12:29PM    

ভাই আপনার লিখার হাত খুবই ভাল
Very nice theme

Commented on
Dec 7 2010 12:32PM    

ধন্যবাদ ভাই

Commented on
Dec 10 2010 2:30PM    

অনেক সুন্দর একটা সৃত্নি

Commented on
Dec 13 2010 10:38AM    



Commented on
Dec 14 2010 10:28PM    

Very nice



Would you like to comment?
Sign up for a free account, or Sign in (if you're already a member).

Scroll to Top


Copyright ? 2020 valuka.com & aaftab.net All Rights Reserved