ভালুকায় সরকারী সম্পত্তিতে চলছে হরিলুট-হাজী সানি
ভালুকা বন সম্পদ গাছ জমি বন দস্যু আর জমির দাদালদের নিজের সম্পদে পরিনত হয়ে গেছে যখন যার যেমন ইচ্ছে দখল কর্তন করে চলছে সরকারী সম্পত্তি আর সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষ যেন কিছুই দেখছেন না।তাদের হাব ভাব দেখে মনেই হয়না আসলে এমন কিছু একটা হচ্ছে ভালুকায় । ভালুকার সাংবাদিকদের ক্যামেরায় পরছে সাধারন মানুষ দেখছে খালি চোখে কিন্তু সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের যেন ঘুমই ভাঙ্গছেনা যেন চোখ খুলে দেখতেই পারছেন না কিছু লোটেরা হরিলুট করে খাচ্ছে দেশের সম্পদ।
(১)ভালুকা বন এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠেছে শতাধিক ‘স’মিল। চেড়াই হচ্ছে বনের কাঠ।অবৈধ করাতকলে সরকারী বন হতে বন দস্যুরা চুরি করা সাল গজারী, আকাশমনি ও বিভিন্ন বনজ গাছ চেড়াই করে বন উজার করছে । উপজেলার ভালুকা,ধামশুর,কাঠালী,মেহেরাবাড়ী,বাশিল,মল্লিকবাড়ী,সাতেঙ্গা,চানপুর,নয়নপুর, আঙ্গারগাড়া, হবিরবাড়ী, জামির্দা, পনাশাইল,
|